ঢাকামঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীকে ছুরি ধরে জোর ধর্ষণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৮, ২০২০ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলার লালমাই উপজেলার পরতি গ্রামের
ইসরাত জাহান মীম নামে ৮ ম শ্রেণি (১৪)একজন ছাত্রীকে বেগমগঞ্জ কায়দায় মুখ বেধে ছুরি ধরে জোর পূর্বক ধর্ষণ করে,পাশ্ববর্তী বাড়ির এক নরপশু স্বপন।

সহযোগী আরেকজন ভিডিও চিত্র ধারন করে।ভিকটিমের এর সাথে কথা বলে জানা যায়, রাত্র প্রশ্রাব করতে বাহিরে গেলে,ফিরে এসে দেখে দুজন লোক তাকে মুখ চেপে ধরে মুখ বেধে ফেলে,সে বাবা বলে আকুতি জানালে তাকে পিস্তলের ভয় দেখানো হয়।

ধর্ষিত হওয়ার পর পাশের ঘরে মামিকে গিয়ে তার সর্বনাশের বিবরণ দেয়।এবং ধর্ষকের নাম বলে।
সকালে সর্দার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে জানালে তিনি লালমাই থানায় গিয়ে ওসিকে না পেয়ে ফিরে আসে,পথিমধ্যে
ওসিকে আবার ফোন করলে কথা হয় এবং ভূশ্চি ফাঁড়ি থানার ইনস্পেক্টর রফিকুল ইসলাম অভিযোগ তদন্ত করেন।
এমন পৈশাচিক কর্মকাণ্ডে এলাকার মেম্বার চেয়ারম্যান সকলে হতবাক।
এখানে উল্লেখ্য গত কিছু দিন পূর্বে পাশ্ববর্তী গোসাইপুষ্কুরণীতে এক মহিলাকে ধর্ষণ চেস্টা হয়, পরে এ ঘটনায় মামলাও হয়।এলাকাবাসী প্রতিবাদে সোচ্চার না হলে আরো ভয়ানক ঘটনা হতে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করছেন।

Don`t copy text!