সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ উপজেলা ছাত্রদলের কমিটি থেকে বাদপড়া নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করে তারা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। কোনো কোনো এলাকায় বিদ্রোহীরা কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল পর্যন্ত করেছে। সম্প্রতি ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ছাত্রদলে দ্রোহের আগুন জ্বলছে। গত ৭ই ডিসেম্বর সোমবার ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করেছে ফেনী জেলা ছাত্রদল। মোঃ নাদিম উদ্দিনকে আহবায়ক ও ইব্রাহীম মিয়াজি নয়নকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করার পরপরই পদ পদবি বঞ্চিতরা দ্রোহের আগুনে জ্বলছে। এ নিয়ে উপজেলা ছাত্রদলের একাংশ ঘোষিত উপজেলা ছাত্রদলের অর্থ লেনদেনের মাধ্যমে ও আ’লীগের এজেন্ডা বাস্তবায়নের পকেট কমিটিকে প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন ও শাহদাত হোসেন লিখিত অভিযোগে সাংবাদিকদের বলেন, উপজেলা কমিটি করার পূর্বে স্থানীয় নেতৃবৃন্দ ও সাবেক ছাত্র নেতাদের সাথে কোন ধরনের সমন্বয় ও শলাপরামর্শ না করে মোটা অংকের অর্থের বিনিময় ও আ’লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে পকেট কমিটি করা হয়। যারা এই পকেট কমিটিতে স্থান পেয়েছে তারা বেশিরভাগ থাকে এলাকার বাহিরে। তারা লিখিত অভিযোগে আরো বলেন, জন্মলগ্ন থেকে, আন্দোলন, জেল জুলুম মাথায় নিয়ে রাজপথে থাকা আমরা জিয়ার আদর্শের অকুতোভয় সৈনিক আজ আমাদের মুল্যায়ন নেই। কমিটিতে মুল্যায়ন ও স্থান পায় ওপেন বিবাহিত, কাঠমিস্ত্রী, অর্ধ-শিক্ষিত সহ ছাত্রলীগের মত নেতাকর্মী যাহা দুঃখজনক। তারা আরো বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যারা দুর্দিনের কান্ডারি, নির্যাতিত, দলের জন্য ত্যাগী, রাজপথের মুখরিত জিয়ার আদর্শের সৈনিকদের কমিটিতে স্থান হয়না। আমরা অনতিবিলম্বে এই পকেট কমিটিকে বিলুপ্ত করে ত্যাগী নেতাদের যথাযথভাবে মুল্যায়ন করে নতুন কমিটিতে স্থান দেওয়া হোক। অন্যথায় এই পকেট কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত সাংগঠনিক ভাবে লাগাতার কর্মসূচী চালিয়ে যাবো। তারা আরো বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে বিএনপি অঙ্গসংগঠনের সিদ্ধান্তক্রমে আমাদের ৭ সদস্যর আংশিক কমিটির মাধ্যমে পকেট কমিটির বিরুদ্ধে কর্মকান্ড চালিয়ে যাবো।