করোনা কালীন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৬ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজনে ছাগলনাইয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৩ দিন ব্যাপী পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ’র শুভ উদ্বোধণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল হুদা’র সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তাসলিমা আক্তার।
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৩ দিন ব্যাপী উদ্বোধণী অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, আমাদের সকলকে আন্তরিক ভাবে সচেতন হতে হবে, যাতে মা-বোনেরা করোনা কালিন সময় সঠিকভাবে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করতে পারে তার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে কোন ভাবেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ না হয়। সেবা গ্রহণ করতে আসা মা বোনদের অবশ্যই মেডিক্যাল অফিসার, নার্স কর্তৃক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, ডাক্তার, নার্স সহ আরো অনেকে।