মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
দিনাজপুরে নিউজ নেটওয়ার্ক এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি, লবিং ও নিগোসিয়েশন বিষয়ক অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ কর্মশালা।
৪ ডিসেম্বর, ২০২০ শুক্রবার বিকেলে দিনাজপুর বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার তিন দিনব্যাপী (২ – ৪ ডিসেম্বর, ২০২০) ৩য় ব্যাচের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীরা অতিথিদের কাছ থেকে সনদপত্র গ্রহণ করছেন।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন – প্রাণিসম্পদ মন্ত্রণালয়-দিনাজপুরের সহকারী পরিচালক আশিকা আকবর তৃষা, সাধারণ সম্পাদক মো. হারুন-উর-রশিদ, কোষাধক্ষ্য রুপম, সদস্য বিলকিস বানু ও সদস্য সারোয়ার হোসেন।
আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন – ঢাকা মানবাধিকার ও উন্নয়ন কর্মী এর প্রশিক্ষণ সহায়ক রেখা সাহা, দিনাজপুরের সিনিয়র সাংবাদিক আসাদুল্লাহ সরকার, রংপুর নিউজ নেটওয়ার্ক এর ফিল্ড কো-অর্ডিনেটর মাসুমা ইউসুফ।
অংশগ্রহণকারীরা হলেন – স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক মিডিয়া কেটকি পার্টস সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, এই উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ” বাংলাদেশের নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান ” প্রকল্পের একটি কার্যক্রম।