মিরসরাই ( চট্রগ্রাম ) প্রতিনিধিঃ
প্রায় আট মাস ধরে সারা বিশ্ব কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, বরং সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দৃঢ়তার সাথে তা মোকাবেলা করছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রকোপ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের উদ্যোগে এবং ক্লিফটন গ্রুপের সৌজন্যে আজ ২ ডিসেম্বর বুধবার মোট ৭০হাজার পিচ মাস্ক বিতরণ করা হয়।
মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীনকে প্রথম ধাপে ১০,০০০ পিচ মাস্ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিনহাজুর রহমানকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ২য় ধাপে আজ ৫০হাজার পিচ মাস্ক, মিরসরাই পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিনকে ৫ হাজার পিচ এবং ৮নং দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লবকে ৫হাজার পিচ মাস্ক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন এজেড এম সাইফুল ইসলাম টুটুল, ক্লাব সেক্রেটারী লায়ন আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, শান্তিনীড় সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল দাশ এবং লিও আজিম।