এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে ভিএসও (VSO) বাংলাদেশ আয়োজনে যৌতুক, বাল্যবিবাহ,লিঙ্গভিক্তিক সহিংসতা এবং কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবার উপর ইয়ুথ লিড এ্যাডভোকেন্সি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ নভেম্বর) বুধবার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা ৬নং জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে এবং আবু সালেহের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহতারিমা সিফাত,যুবউন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, ৫নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রজেক্ট সময়ন্বয়ক ফিরোজ আহম্মেদ, বিরামপুর থানার (এসআই) হরিদাস বর্মন,বিরামপুর ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার (এডিপি) নরেশ মারন্ডী,ইয়ুথ ক্লাব সদস্য জেসমিন,সিরাজ, মিম, জুয়েল,রুবিসহ আব্দুর রহিম প্রমুখ।
সভায় বাল্যবিবাহ,বিবাহবিচ্ছেদ,ধর্ষণ,নারী নির্যাতন,লিঙ্গভিক্তিক সহিংসতা,কমিউনিটি ক্লিনিকের যত্রতত্র টয়লেট ব্যবস্থাপনা এবং হাসপাতালের ঔষধ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় পৌরসভার ও ৭টি ইউনিয়নের ইয়ুথ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।