তপন মজুমদার,ফরিদগঞ্জ( চাঁদপুর) প্রতিনিধিঃ
ফরিদগঞ্জের চাঁদপুর-রায়পুর সড়কের ধানুয়া এলাকায় কার্ভাড ভ্যান এবং সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে স্কুটারটির চালক মোর্শেদ ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় শিশুসহ স্ক্রুটারটির আরো ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। রোববার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর-রায়পুর সড়কের ধানুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্কুটারটির চালক নিহত মোর্শেদ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী গ্রামের মোস্তফা পাটোয়ারীর ছেলে। এছাড়া গুরুতর আহত তিন জন যাত্রী হলেন ধানুয়া গ্রামের রুনু বেগম (৩৫), মালেক (৪০), ও মেহেদী (৭)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে আহত হওয়া যাত্রীরা ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া( শেখ বাড়ি) থেকে বিয়ের দাওয়াত খেয়ে চাঁদপুর যাওয়ার পথে তাদের বহনকৃত সিএনজি স্কুটারটি ধানুয়া এলাকার বাখার মাহমুদ বাড়ির মোড়ে আসলে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি শাহ সিমেন্টের কার্ভাড ভ্যানের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাজমুল হক, স্কুটার চালক মোর্শেদ পাটোয়ারীকে মৃত ঘোষণা করেন। বাকি আহত ৩ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এবং যানচলাচল স্বাভাবিক করে।