ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ১ নং ওয়ার্ডে জায়গা দখলকে কেন্দ্র করে মারামারিতে উভয়পক্ষের ২ জন গুরুত আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় অত্র ওয়ার্ডের কবির হাজারি বাড়িতে। ঘটনার সূত্রে জানাযায়, মোঃ কামরুল হায়দার পিতা শাহাজাহান হায়দার গংদের সাথে একই বাড়ির মোঃ করিম উল্যাহ্ পিতা মোঃ কবির আহমেদ গংদের সাথে দীর্ঘদিন ধরে ১০ শতক (৫ ঘন্ডা) জায়গাজমিন দখল নিয়ে বিরোধ হয়ে আসছিল। এই নিয়ে দুই পক্ষের একাধিকবার মারামরি হয়। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের ধারায় অনেকবার বৈঠক হলেও কোন সুরাহা না হলে ফেনী জেলা ম্যাজিস্ট্রেট (সিভিল কোর্ট) আদালতে মামলা হয়। যাহা চার বছর ধরে চলমান। ভুক্তভোগী মোঃ কবির আহমেদ ও মোঃ ইয়াছিন বলেন, ১৯৬৯ সাল থেকে এই সম্পত্তি আমাদের দখলকৃত এবং কিছু সম্পত্তি ক্রয় করা। পূর্ব প্রস্তুতি নিয়ে আজ সকালে হঠাৎ করে আনোয়ার, কামরুল, নজরুল হায়দার এর নেতৃত্বে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় মোঃ করিম উল্যা নামক একজন গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর পক্ষে আনোয়ার হায়দার নামক এক ব্যাক্তি আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এবিষয়ে বিবাদী কামরুল হায়দার বলেন, মোঃ করিম উল্যাহ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের নির্মাণকাজ আরম্ভ করলে এতে বাঁধা দিলে বাদী পক্ষ গালাগালি সহ আমার তিন ভাইয়ের উপর হামলা করে। ১০ শতক জায়গাজমিন গুলি সাব কবলা দলিল সহকারে লেনদেনের মাধ্যমে আবছার হায়দার ও হুদা হায়দার নিকট ক্রয় করেছি যাহা কাগজপত্র সহ সকল ডকুমেন্ট রক্ষিত আছে।
পরে ছাগলনাইয়া থানা এসআই মোঃ আইয়ুব’র নেতৃত্বে একদল পুলিশের টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। উভয়পক্ষ ছাগলনাইয়া থানা পাল্টাপাল্টি অভিযোগ পত্র দাখিল করে।