ফলো-অাপ নিউজ
নওগাঁর মহাদেবপুরে ছাগলের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অাহত হয়েছেন ১। যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেলে সাড়ে ৪ টার সময় উপজেলার সোফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে। আহত কে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত হলেন, হামিদপুর গ্রামের নিমাই চন্দ্র মন্ডলের ছেলে উত্তম চন্দ্র মন্ডল
স্থানীয়রা জানান, হামিদপুর গ্রামের উত্তম চন্দ্র মন্ডলের যাতায়াতের রাস্তা নিয়ে অসিম চন্দ্র মন্ডল গংদের বিরোধ চলে আসছিল। গত ২২ নভেম্বরে উত্তম চন্দ্র মন্ডল নিজ বাড়ির অাঙ্গিনায় ছাগল কে গাছের পাতা খাওয়ায় অন্য ছাগল কে বাধা দেওয়ায়, প্রতিপক্ষ অসিম চন্দ্র মন্ডল, মহন ও অমিও দেশিও অস্ত্র -সস্ত্র ও লাঠি-সোঁটা নিয়ে উত্তম চন্দ্র মন্ডলের উপর আক্রমণ করেন এবং তার বাড়ির আসবাবপত্র ভাংচুর সহ সাড়ে তিন আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায়। ঘটনার একদিন পরে উত্তম চন্দ্র মন্ডলের জেট্রোতো ভাই ব্যবসায়ীক তাপস চন্দ্র মন্ডল বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে, পথ প্রতিরোধ করে তার কাছে থাকা খাতা প্রত্র ও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে প্রতিপক্ষেরা। এব্যপারে
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পায়নি তবে মৌখিক অভিযোগ পেয়েছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম,এ রাজ্জাক স্টাফ রিপোর্টার
০১৭৮৮-২৯২২৩৭
২৫.১১.২০