মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত গ্রাম হবে শহর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য দেশ এগিয়ে গেলেও অনেকাংশ বাধাগ্রস্থ হচ্ছে কিছু উন্নয়নমুলক কাজ। দুর্নীতি যেন পিছু ছাড়ছেনা কিছু সরকারি কর্মকর্তার কারনে। জানাগেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড লাঙ্গলমোড়া গ্রামের শেষ প্রান্তে ১ কিলোমিটার থেকে কম রাস্তার উপরিভাগে কার্পেটিং কাজ করা হয়েছে মাস খানেক আগে। কিন্তু এক মাসের মধ্যে রাস্তাটি খানাখন্দের কোন শেষ নেই। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত রাস্তাটি সংস্কারের এক মাসের মধ্য গর্তসহ খানাখন্দ ভরপুরে ভরা। এলাকাবাসি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী গ্রাম হবে শহর স্বপ্ন বাস্তবায়নে বড় বাঁধা হলো দুর্নীতি। এই দুর্নীতিবাজদের ধরা না হলে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। লাঙ্গলমোড়া গ্রামের ১ কিলোমিটার থেকে কম রাস্তাটির কার্পেটিং করতে যদি এত দুর্নীতি হয় তাহলে এই দেশ কোথায় গিয়ে দাঁড়াবে। এলাকাবাসি আরো জানান, এই রাস্তাটি যখন কাজ হয় তখন নিম্মমানের সরন্জাম দেখে বাঁধা দিলেও কোন কর্ণপাত করেনাই। যার ফলে রাস্তাটি খানাখন্দে ভরপুর। এবিষয়ে ছাগলনাইয়া উপজেলা প্রৌকশলী অফিসে বার বার ধর্ণা দিলেও কোন সুরাহা মিলেনি। আমরা এই রাস্তাটির পূর্ণননির্মান চেয়ে গ্রামবাসির চলাচলের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এবিষয়ে ছাগলনাইয়া উপজেলা প্রৌকশলী প্রধান নজিবুর রহমানকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি কোন জায়গা সেটা জানানাই। এবিষয়ে সহকারি প্রৌকশলী জয়নাল আবেদীন জানেন বলে জানান।
সহকারি প্রৌকশলী জয়নাল আবেদীন সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসির অভিযোগে উক্ত রাস্তাটি দেখতে পরিদর্শন করেছি। আগামি কয়েক মাসের মধ্যে রাস্তাটি পূর্ণননির্মান এর জন্য ঠিকাদারকে বলা হয়েছে। পূর্ণননির্মান না করলে নির্মান কাজের বাকী টাকা দেওয়া বন্ধ করা হবে বলে জানান।