একদিন অবাক বিস্ময়ে দেখা হবে আমাদের
পুরোনো সেই চৌরাস্তার মোড়ে
ধুলোর মিছিলে নিশ্চুপ গোধূলি পরা বিকেল
হঠাৎ নামবে অঝোর বৃষ্টি। বৃষ্টিতে
ভেজার ভয়ে দোকান গুলোতে নামবে শাটার
মানুষের হুড়োহুড়িতে দৌড়াবো না শুধু আমরা
দীর্ঘ অদেখার পর দেখা হবে আমাদের ||
চারিদিকে আশ্রয়ের নীড়গুলো বহুদূর……..
হঠাৎ বৃক্ষতলে আশ্রয় –
ভালবাসা গড়িয়ে পড়বে বৃক্ষরাশি বেয়ে
বুকের বাম পাশের চিন চিন ব্যথাটা
এক শতাব্দী পরেও খুব জোরে অনুভূত হবে।
পাশাপাশি কাঁধে কাঁধ রেখে আঙুলের ফাঁকে
আঙুল ঢেলে কয়েক’শ বসন্ত চোখে চোখ রেখে
তাকিয়ে থাকবে দুটি যৌবন ||
হঠাৎ বিদ্যুৎ ছ্বটায় তোমার বুকে মাথাটা গুঁজে
শক্ত করে তোমার নীল পাঞ্জাবীটা আঁকড়ে ধরবো।
এক মুহুর্তেই তখন তুমি আমার লাল পাড়ের
নীল শাড়ির আঁচলটাকে উপরে ফেলে –
হৃদয়ে ভালবাসার জায়গাটা খুঁজবে।
ঘন কালো মেঘের প্রেমময় অন্ধকারে আমার
শিরায় শিরায় প্রবাহিত হবে তুমি।
শতাব্দীর শ্রেষ্ঠ চুম্বনে থেমে যাবে মহাকাল
শুধু আমরা রবো খুব কাছাকাছি ||