বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টায় ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের আওয়ামী যুবলীগ’র সাধারন সম্পাদক জামশেদ আলমের নিজস্ব অর্থায়ন ও নিজ উদ্যোগে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ঘোপাল ইউনিয়নের বিভিন্ন বাজারে। করোনা সুরক্ষা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্মসম্পাদক ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আনোয়ার করিম, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার শাহীন মিয়া, ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর সামাদ, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মোস্তফা, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোজাম্মেল হক সাধারন সম্পাদক আজহারুল হক নান্টু, মুহুরীগঞ্জ বাজার কমিটির সদস্য মোঃ সামছুউদ্দিন ও যুবলীগ নেতা সাইমুল হক আনিক, পুলিশ সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ শতভাগ মাস্ক ব্যবহার করা, তা নিশ্চিত করার লক্ষ্য ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজার, নতুন মুহুরীগঞ্জ বাজার, সমিতি বাজার, ইকবাল এন্ড সন্স সিএনজি স্টেশন সহ বিভিন্ন স্থানে মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ইউপি সদস্য শেখ আনোয়ার করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা ঘোপাল ইউনিয়নের মাস্ক বিতরণ করি যুবলীগের সাধারন সম্পাদক সহ যুবলীগ নেতা কর্মীরা।
যুবলীগ সাধারন সম্পাদক জামশেদ আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি এই কার্যক্রম অব্যাহত রাখবো এবং করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবেলা করবো, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাইর নির্দেশ মতো।