সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়নে এক পরিবার’র সকল সদস্যদের প্রকাশ্য প্রান নাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিট অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ড (পশ্চিম জয়পুর) কামাল উদ্দিন ভুঁইয়া বাড়িতে। এব্যাপারে ভুক্তভোগী জাহেদা আক্তার (স্বামী সামছুল হক) বাদী হয়ে লিখিত ভাবে ছাগলনাইয়া থানা অভিযোগ পত্র দাখিল করে। বাদী জাহেদা আক্তার লিখিত অভিযোগে জানান, আসামি সফি উল্যাহ্’র ছেলে মোঃ মানিক (২৪) ও মোঃ সোহেল (২৮) গ্রাম পশ্চিম জয়পুর (কামাল উদ্দিন ভুঁইয়া বাড়ি)। পারিবারিক ও জায়গাজমি নিয়ে দীর্ঘদিন বিরোধ হয়ে আসছিল। তারই ধারাবাহিতা পূর্ব বিরোধের জের ধরে হঠাৎ করে অনধিকার ভাবে ঘরে প্রবেশ করিয়া আমার ছেলে সাইদুর রহমান (২৪) কে লোহার রড, লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাইয়া হাতে, পায়ে, বুকে পিঠে সহ শরীরের বিভিন্ন অংশ ফুলা জখম করে। এমতাবস্থায় আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে আসামীদ্ধয় আমার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া সহ লাথি, কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় আমাদের মা ও ছেলের আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, যাহার চিকিৎসা রেজিঃ নং ১৪৬১/০৩ ও ১৪৬২/০৪। বাদী লিখিত অভিযোগে আরো জানান, আসামীদ্ধয় এ সময় সুযোগ বুঝে আমার গলায় ব্যবহৃত অবস্থায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন চিনিয়ে নিয়ে যায়, যার বর্তমান মুল্য ত্রিশ হাজার টাকা। এমতাবস্থায় আসামীদ্ধয় কর্মকান্ড প্রকাশ্য বসতবাড়ি থেকে উচ্ছেদ সহ দামা কিরিচ ও দেশীয় অস্ত্রসস্ত্র উঁচিয়ে আমার পরিবার’র সকল সদস্যকে প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে। আসামীদের অত্যাচারে আমি ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে ছাগলনাইয়া থানায় হাজির হয়ে ও আসামীদের গ্রেফতারের দাবিতে অভিযোগ পত্র দাখিল করি।
এবিষয়ে ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম জানান, তদন্তে আসামীদের সত্যতা খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অপরাধী অপরাধ করে ঘুরে বেড়াবে তার কোন সুযোগ নেই।