(কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধেও জনগণেরকে
মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে শাহরাস্তি উপজেলার হোসেনপুর বাজার, কালিয়াপাড়া ,দোয়াভাঈা, ঠাকুর বাজার ও কালীবাড়ি বাজার সহ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাবীবা মীরা । শাহরাস্তি চাঁদপুর, মহোদয়।
৫০/১০০ টাকা অর্থদন্ড প্রাপ্ত প্রত্যেক ব্যক্তিকে এবং বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে সকলের উদ্দেশ্য বলেন- বর্তমান করোনাকালিন সময়ে ঘর হতে বের হলেই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক ছাড়া চলাফেরা করলে জরিমানার সম্মুখীন হতে হবে। উক্ত মোবাইল কোর্ট করে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ। এই সময় স্বেচ্ছায় উপস্থিত হয়ে সহযোগীতা করেন মানবাধিকার সংস্থার চট্রগ্রাম বিভাগীয় চেয়ারম্যান ও সাংবাদিক এবং চাঁদপুর সিটি কলেজের প্রভাষক খন্দকার মো. শামসুল আলম সুজন সহ বিভিন্ন স্তরের সাংবাদিক ও মানবাধিকার নেতৃবৃন্দ । উক্ত প্রশংনীয় উদ্দোগকে সকল স্তরের মানবাধিকার সংস্থা , সাংবাদিকগণ সহ সচেতন মহল ওনাকে সাধুবাদ জানান । মাস্ক না পড়া অচেতন ব্যক্তিদের মধ্যে আজকে উল্লেখ্যযোগ্য হলেন অপসোনিন ঔষধ কোম্পানীর শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মো. মাহফুজ । সহকারী কমিশনার (ভূমি) শাহরাস্তি আজ কালিয়াপাড়া বাজারে অনুমান বিকাল ৪:০০ ঘটিকায় তাকে মাস্ক না পড়ায় ১০০ টাকা জরিমানা করেন এবং একটি মাস্ক উপহার দেন ।