আকাশ সরকার,রাজশাহী ব্যুরো চীফঃ
চাঁদার টাকা উঠাতে গিয়ে এক পুলিশের এস আই বরখাস্ত হওয়ার খবর পাওয়া গেছে । জানা গেছে আজ ১৯ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বোয়ালিয়া থানার এস আই রওশন রাজশাহীর জিরো পয়েন্ট কাঁচাবাজার এলাকায় টাকা তুলতে গেলে জনতার হাতে আটকহন। সেখানে ব্যবসায়ি ও সাধারন জনতার রষানলে পড়লে স্থানিয়রা বোয়ালিয়া মডেল থানা পুলিশ কে খবর দিলে বোয়ালিয়া মডেল থানার সহকারি পুলিশ কমিশনার জনতার হাত থেকে তাকে উদ্ধার করেন ও থানায় নিয়ে এসে বরখাস্ত করেন।
ঘটনার সত্যতা জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার সহকারি পুলিশ কমিশনার ফারজিনা সংবাদ চলমান কে বলেন এক মহিলার পাওনা টাকা উঠাতে গিয়ে পুলিশের এস আই রওশনের সাথে স্থানিয়দের ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বলেন এই ঘটনায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার ব্যবসায়িরা জানান এই রওশন সহ বোয়ালিয়া থানার একাধিক পুলিশের বিরুদ্ধে বাজার এলাকায় বিভিন্ন অনিয়মের সাথে জড়ানোর অভিযোগ রয়েছে ।