ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

জমে উঠেছে তৃণমূল রাজনীতি, আমখোলা ইউ পি নির্বাচন, গলাচিপা পটুয়াখালী – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৯, ২০২০ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাইফুদ্দিন ঃ

পটুয়াখালী তিন আসনের গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ! তার মধ্যে প্রধান্য ইউনিয়ন এক নং আমখোলা ইউনিয়ন !এই ইউনিয়নে তৃণমূলে রাজনীতিতে জমে উঠেছে.আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মাঝে চলছে ভোট কষাকষি ! আমখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর তালিকায় রয়েছেন. আওয়ামীলীগের দলীয় একাধিক প্রার্থী. তার মধ্যে উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থী রয়েছেন ! ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নু সাধারণ সম্পাদক. বিশিষ্ট শিল্পপতি আমখোলা ইউনিয়নের গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু জনাব মো: নোমানুর রহমান নান্নু প্যাদা, আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসাইন মৃধা ! বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান মনির এছাড়াও রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা ও সাবেক আওয়ামীলীগ সভাপতি আ:খালেক মৃধার সুযোগ্য কন্যা. মোসা:লিপি আক্তার ! এবং ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ ইমাম হোসাইন মৃধা সহ বিশিষ্ট ঠিকাদার মোঃ মান্নান হাজী. বতর্মান আওয়ামীলীগ দলীয় সরকার ক্ষমতা বলে দলীয় মনোনয়ন পেতে সকল চেয়ারম্যান প্রার্থী জনগণ ও আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড.ইউনিয়ন তৃণমূল নেতাকর্মী সহ আওয়ামীলীগের উপজেলা জেলা সহ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাথে কুশল ও মতবিনিময় করে ! কিন্তুু তৃণমূল পর্যায়ের জনগণের মতামতে ও বিভিন্ন আলোচনায় উঠে আসে হেভিওয়েট প্রার্থীদের তালিকা ! উঠে আসে গরম উৎসব মূখর রাজনৈতিক পরিবেশ ! চেয়ারম্যান প্রার্থী বতর্মানে হেভিওয়েট প্রার্থী হিসাবে দেখা ও শোনা যায় ! চায়ের দোকান আড্ডায়.হাট বাজারে সহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রবীণ.কৃষক.নতুন প্রজন্ম সহ নানান পেশার লোকজনের মুখে শোনা যায় ! ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবচেয়ে তুমুল ভোটা ভোটির লড়াইতে মো: নোমানুর রহমান নান্নু ও সাবেক চেয়ারম্যান এর মধ্যেই আগামীর আসন্ন নির্বাচনে জনগণ আশাবাদী ! তারপরও জনগণের হিসাব রয়ে যায়.যদিও দলের প্রতিক দেয়া হবে সেই হিসাবে কে পেতে পারে বঙ্গবন্ধুর ঐ সোনার বাংলাদেশের আওয়ামীলীগ মনোনীত প্রতিক নৌকা.তারপরও আমখোলা ইউনিয়নের আওয়ামীলীগ রাজনীতিতে অগ্রহন যোগ্য ব্যক্তিরা নৌকা প্রতিক পেয়ে থাকেন ! তাহলে হয়তো ভোটের হিসাব ও চেয়ারম্যান প্রার্থী এলোমেলো হওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে ! চোখ রাখেন আমাদের সঙ্গে আগামীর নির্বাচনের খবর পেতে !

Don`t copy text!