সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
চুরি, ডাকাতি, ইভটিজিং, ধর্ষণ ও মাদকমুক্ত রাখতে ছাগলনাইয়া উপজেলাকে আধুনিক মডেল উপজেলা গঠনের লক্ষে সমাজকর্মীদের ভুমিকা আরো বাড়াতে হবে। জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, ইমাম, মুয়াজ্জিন এবং স্থানীয় নেতৃবৃন্দরা পুলিশ প্রসাশন’র পাশাপাশি অগ্রনি ভুমিকা পালন করতে হবে। সচেতন ব্যক্তিরা সর্তক থাকলে যেকোন সমাজে অপরাধ কমে যাবে। তারই ধারাবাহিতা ছাগলনাইয়া থানা কর্তৃক আয়োজিত ও আইজিপি পদকপ্রাপ্ত ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ’র নির্দেশনায় অনুযায়ী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ আছর থানা প্রাঙ্গনে ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড (পশ্চিম ছাগলনাইয়া) এর জনসাধারণের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম’র সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার ও ছাগলনাইয়া সার্কেল নিশান চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র এম. মোস্তফা। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, অন্যন্য কাউন্সিলরবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে ওয়ার্ড ভিত্তিক জনসাধারণকে নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হবে বলে জানিয়েছেন ছাগলনাইয়া পুলিশ প্রসাশন।