বাচ্ছু পাটোয়ারি,মিরসরাই ( চট্রগ্রাম ) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে মিরসরাই ডায়াগনষ্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচির প্রথম দিনে আড়াই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ) সকাল থেকে মিরসরাই উপজেলার বিভিন্ন হাট-বাজার, মিরসরাই উপজেলা প্রশাসন, মিরসরাই প্রেসক্লাব, জোরারগঞ্জ বাজার, বারইয়ারহাট বাজার, মিরসরাই সদর, বড়তাকিয়া, করেরহাটে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক মাইকিংও করা হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহন করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন, মিরসরাই ডায়াগনষ্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা. এসএ ফারুক, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য ওমর ফারুক, ডা. সালা উদ্দিন, ফরিদ উদ্দিন খোন্দকার।