সেপাল নাথ, ছাগলাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের মহামারি সংক্রমণ ঠেকাতে ছাগলনাইয়া মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ছাগলাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট থেকে ও বাজারের বিভিন্ন অলিগলিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে ১৩ ব্যাক্তিকে মোট ১ হাজার ৫০০ টাকা এবং সংক্রমন নিরাময় নিরোধক ২০১৮ এর ৬৯ ধারায় বিভিন্ন জনের বিরুদ্ধে ১৩ টি মামলা রুজু করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোময়ারা ইসলাম এ জরিমানা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোময়ারা ইসলাম জানান, সরকারি নির্দেশনায় অনুযায়ী সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়েছে। যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন করা হয়েছে। ঘরের বাইরে মাস্ক ছাড়া কেউ যেন বের না হয় সেজন্য অনুরোধ করা হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের সতর্ক করতে এই পদক্ষেপ নেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে ছাগলনাইয়া থানা পুলিশ এএসআই মোঃ হানিফ ও মোঃ জমির উদ্দিন সহযোগিতায় ছিলেন।