এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি- আজ ১৬ (নভেম্বর) সোমবার বেলা ১১ টায় বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহাজাহান, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, বিরামপুর থানার (এসআই) মোস্তাফিজুর রহমান,দাউদপুর বিজিবির ক্যাম্পের সুবেদার হেলাল উদ্দিন, ভাইগর বিজিবির ক্যাম্পের সুবেদার সাখাওয়াত হোসেন, কাটলা বিশেষ ক্যাম্পের হাবিলদার সোহেল রানা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতির নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) আব্দুল খালেক, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলি, ৩নং খাঁনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান,৬নং জোতবানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান প্রমুখ।
বক্তারা সভায় মাদক, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি, কিশোর গ্যাং, যানযট, সীমান্ত সুরক্ষা,শিশু নির্যাতন এবং ২য় ধাপে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনগণকে পারার্মশ ও সচেতনা বৃদ্ধি লক্ষসহ বিভিন্ন সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।