একজন ছাএনেতা,একজন সাদা মনের মানুষ, পরোপকারী ভদ্র নম্র রাজপথের সহযোদ্ধা প্রিয় ভাই বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরাম এর সুপরামর্শক, যার প্রত্যেকটি কার্যক্রম বাস্তবায়ন করার ক্ষেত্রে সুপরামর্শ ও সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে পরিসমাপ্তি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আগামীদিন গুলো পরিবার পরিজনদেরকে নিয়ে কাটুক অনাবিল সুখ শান্তি ও আনন্দে।
আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
বিশেষ কোনো দিন নয়। তবে একজনের জন্য দিনটি বিশেষ। তিনি রাকিবুল ইসলাম রাকিব , জনপ্রিয় এক জন মানুষ তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য চেষ্টা করেন।
*আজ প্রিয় রাকিবের জন্মদিন*
এই দিনেই তিনি এসেছিলেন ও তাঁর পারিপার্শ্বিকতাকে আলোকিত করতে। আলোকিত করেছেন, করছেন এবং করবেন। ব্যক্তিগত বৈবাহিক জীবন শুরু করেন রাকিবুল ইসলাম । বর্তমানে তিনি এক মেয়ে সন্তানের জনক।
রাকিবুল ইসলাম ছাত্রজীবন থেকেই লেখালেখিতে তার রয়েছে প্রচন্ড নেশা ও রাজনৈতিক ছিলো তার স্বপ্ন,এবং নীরহগরীব সহ সাধারণ মানুষের প্রতি সবসময়ই অন্যরকম ভালোলাগা-ভালোবাসা ছিল তার।
এই ভালোবাসা থেকে আজ চাঁদপুর জেলা ও হাজীগঞ্জ উপজেলা অসহায় মানুষের ‘আলোর বাতিঘর’ এই মানুষটির জন্মদিনে ‘দৈনিক বাংলার অধিকার’ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।
শুভ জন্মদিন প্রিয় মানুষ টির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে জন্মদিনে তার কোনো উচ্ছ্বাস নেই।
বিশেষ কোনো আয়োজনও নেই বলে জানিয়েছেন। জাঁকজমক আয়োজনে মন টানে না তার তিনি নিরিবিলি প্রাকৃতিক মানুষ।
এস ডি স্বপন
সম্পাদক – দৈনিক বাংলার অধিকার