রাষ্ট্রীয় পাটকলসহ কল কারখানা রক্ষা গণতান্ত্রিক শ্রম আইন ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষায় ৯ দফার ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ( স্কপ)।
আজ রেলওয়ের রিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের রাজশাহী অঞ্চলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি সভাপতিত্ব করেন নুর কুতুবুল আলম মান্নান।
উক্ত সভায় বক্তব্য রাখেন, স্কপের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী শহীদুল্লাহ চৌধুরী, কামরুল আহসান, রাজেকুজ্জামান রতন, পারুল মজুমদার, দ্বিজেন্দ্রনাথ সিং আবুল কালাম আজাদ, আলতাফ হোসেন, হুমায়ুন রেজা জিনু, আলহাজ্ব আব্দুল্লাহ খান, আব্দুর রহমান, রবিউল ইসলাম রবি ও কাইয়ুম।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে শ্রমজীবি মানুষ এক কঠিন সময় পার করছে একদিকে করোনা মহামারী অন্যদিকে শ্রমিক ছাঁটাই শ্রমিকদের জীবনে দুর্বিষহ এনে দিয়েছে।
ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা, ন্যায্য মজুরি চাকুরি ও কর্মসংস্থান রক্ষাসহ রেশন, সাহায্য ভাতার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন আজ সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং ২৫ নভেম্বর দেশব্যাপী সকল শিল্পাঞ্চলে ৯ দফা সমর্থনে প্রচার মিছিল করার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
২৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পাটকল আধুনিকায়ন, পিপিপি বা লিজ নয়, রাষ্ট্রীয় পাটকল চিনিকল রক্ষার আন্দোলন গড়ে
তোলার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
পাট কল বন্ধ না করে কিভাবে পাট শিল্পকে রক্ষা করা যায় তার সঠিক পরিকল্পনা গ্রহণের জোর দাবি জানানো হয় এ সভা থেকে।