সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে আরো বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনী জেলা সহকারী পরিচালক সোহেল চাকমা, কনজ্যুমার অব বাংলাদেশ (ক্যাব) ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ইসহাক, সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া, সহ-সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোঃ শেখ কামাল, সাংবাদিক মোঃ আবুল হাসান, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, ক্যাব সদস্য সাংবাদিক শাহ আলম, কাজী নুরুল আলম নিলু প্রমুখ।
এসময় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে সচেতন ও উদ্যোগী হওয়ার বিষয়ে সুপারীশমালা গ্রহণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিল, ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, ক্যাব সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন সওদাগর, সাংবাদিক যতীন্দ্র সূত্রধর, দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধি ও ক্যাব সদস্য সেপাল নাথ, ব্যবসায়ী সহ ক্যাব’র অন্যন্য সদস্যবৃন্দ।