ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত-২- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৬, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসেন জনি,শ্রীনগর মুন্সীগঞ্জ :-
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় নিহত হয়েছে দাদী ও নাতি। শুক্রবার বেলা সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুল গেট সংলগ্ন স্থানে এঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী অবরোধ করে।
এ অবরোধে এক্সপ্রেসওয়েতে প্রায় ১ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ করে রাখে।
ঘটনাস্থল প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দাদী মিনু মল্লিক (৭০)ও তার নাতি অচিন মল্লিক (৮) কে সাথে নিয়ে হাঁসাড়া স্কুল গেটের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকা থেকে মাওয়া গামী একটি প্রাইভেট কার তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে সময় নাতি অচিন মল্লিক ঘটনাস্থলেই নিহত হয় । মূমূর্ষ অবস্থায় দাদী মিনু মল্লিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। মিনু মল্লিক ও অচিন মল্লিকের বাড়ি সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামে।


নিহত মিনু মল্লিক তার নাতি কে নিয়ে মেয়ে জামাই কাজল মন্ডলের বাড়িতে ২দিন আগে বেড়াতে আসে।
শুক্রবার সকালে বেড়ানো শেষে তারা নিজ বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
এসময় বিক্ষুব্ধ জনতা হাঁসাড়া স্কুল গেটে ফুটওভার ব্রিজের দাবীতে ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে।
দুর্ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসুদুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, বিক্ষুব্ধ জনতার দাবী বাস্তবায়নে পুলিশের সহযোগীতার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

Don`t copy text!