ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৬, ২০২০ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া প্রতিনিধিঃ
মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র ফ্রান্সে প্রদর্শনের প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় উপজেলার চাংপুর যুব সমাজের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমার নামাজের পরে চাংপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তেগুরিয়া খলাগাঁও, উত্তর পালাখাল, সফিবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে পুনরায় তুলাতুলী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার হেড মহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, চাংপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম রেজাউল করিম, খলাগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোসলেম উদ্দিন, চাংপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মান্নান হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল লতিব মাস্টার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহ’র হৃদয়ে চরম আঘাত এনেছে। এ জন্য ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

তারা আরো বলেন,

ফ্রান্স অতীতেও ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য এবং মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ। নাস্তিকের সঙ্গে এদেশের কোনো সম্পর্ক থাকতে পারেনা। বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে হবে। এবং ফ্রান্স যদি ক্ষমা না চায় তাহলে ফ্রান্সের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।


এ সময় চাংপুর যুব সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

Don`t copy text!