নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা সদর পৌর এলাকার ৩ নং ওয়ার্ড মইনপুর গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেড়ে বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগে ৬ জনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেছেন মৃত আলী হোসেনের সন্তান মোঃ বাবুল মিয়া(৫৫)। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম মামলার তথ্য নিশচিত করেন।
অভিযোগে জানা যায়, বাদী-বিবাদীগন পরস্পরের আত্নীয়স্বজন। দীর্ঘদিনের অমিমাংসিত জমিজামার চলমান বিরোধের মধ্যেই ৩নং বিবাদীর ছেলের নিকট বাদীর মেয়ের বিয়ে সম্পন্ন হলেও মেয়েকে শ্বশুর বাড়িতে উঠিয়ে নেয়নি। বিয়ের কিছুদিন যেতে না যেতেই বিরোধপূর্ণ জমির সমাধান না দিলে সদ্য বিবাহিতা মেয়েকে নিবেনা বলে জানায় বিবাদীগণ!
এই নিয়ে বিরোধ চলতে থাকার একপর্যায়ে ২৯ অক্টোবর সন্ধায় বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে বাদীর বাড়িঘরে হামলা-ভাংচুর করে বাদীর স্ত্রীকে মারধর ও বসত ঘরে ভাংচুর করে। এসময় মা-মেয়েকে (বাদীর স্ত্রী ও মেয়ে) মারপিট সহ শ্লীলতাহানি করে। এবং তাদের পরিহিত স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা। পরে তাদেরকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
উক্ত বিষয়ে সামজিক ভাবে বিচার দাবী করলে বিবাদীগণ আরও ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর আনুমানিক রাত ৮:৩০ ঘটিকার সময় আবারও বসতবাড়িতে হামলা চালিয়ে স্ত্রী-সন্তান সহ পরিবারের সবাইকে এলোপাথাড়ি মারধর করে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে বলে অভিযোগ করেন বাবুল মিয়া।
এ ঘটনায় ৬ জনকে আসামি করে মোঃ বাবুল মিয়া বাদী হয়ে পেনাল কোড -১৮৬০; দঃবিঃ ১৪৩/৪৪৮/ ৩৪১ /৩২৩/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারায় নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন। যাহা নেত্রকোণা মডেল থানার মোঃ নং ২(১১)২০২০।
আসামিরা হচ্ছে- ১। আয়নল (৩৫), ২। মোঃ ছুট্টু মিয়া, উভয় পিতাঃ মোঃ এখলাছ উদ্দিন (৬০), পিতা-মৃত মুসলিম উদ্দিন, ৪। মোঃ রাজু (৩০), পিতা- মনু মিয়া, ৫। মোছাঃ নার্গিস আক্তার (২৭), স্বামী- মোঃ রাজু, ৬। মোছাঃ লতিফা (২৮), স্বামী- মোঃ আয়নল, সর্ব সাং- মইনপুর (উত্তরপাড়া), থানা ও জেলা নেত্রকোণা।