ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

এতিম ০৩টি সন্তানের মা হাজতে থাকায়, লক্ষীপুর জেলার পুলিশ সুপার এতিম সন্তানদের খোঁজ নেওয়ার নির্দেশ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৫, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

হৃদয় সাহা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

স্ত্রী এবং চাচাতো দেবর পূর্ব পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করায় এতিম ০৩টি সন্তানের মা হাজতে থাকায়, লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় এতিম সন্তানদের খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দীন স্যার এতিম ৩টি সন্তানের বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। সন্তানদেরকে সোশ্যাল মিডিয়ায় না এনে তাদের জন্য নেওয়া সকল খাদ্য সামগ্রী এবং কিছু নগদ অর্থ তাদের বৃদ্ধ দাদার কাছে বুঝিয়ে দেন। পাশাপাশি অফিসার ইনচার্জ আরো বলেন যে, তিনি যতদিন চন্দ্রগঞ্জ থানায় কর্মরত থাকবেন ততোদিন বাবা-মা হারা এতিম ৩টি সন্তানদের দেখা শুনা সহ খোঁজ খবর চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন।


উল্লেখ যে, হত্যা সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে অত্র থানায় অপমৃত্যু মামলা রুজু করেন। অপমৃত্যু মামলাটি রহস্য জনক হওয়ায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ নিজ উদ্যেগে মামলার মূল রহস্য উদঘাটন এবং আসামী চিহ্নিত করে ভিকটিমের স্ত্রী সহ বাড়ীর চাচাতো ভাইকে গ্রেফতার করিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে আসামী দ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

Don`t copy text!