ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন প্রধান -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২০ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি -দিনাজপুর বিরামপুরে মহিলা ও শিশু বিযয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের মাঝে শেলাই মেশিন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সনদ পত্র ও শেলাাই মেশিন প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও শাহিদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মোর্শেদ আলী খান,উপ-পরিচালক মহিলা ও শিশু বিযয়ক অধিদপ্তর দিনাজপুর,মেজবাউল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বেগম,রেবেকা সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল কুদ্দুস,জান্নাতুস সাফা,সভাপতি কলোনী পাড়া মহিলা উন্নয়ন সমিতি ও সমিতির সদস্যাগণ ও সাংবাদিক গণ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি অর্থায়নে এগিয়ে এসেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর বিরামপুর উপজেলা ও বাস্তবায়নে রয়েছেন কলোনী পাড়া মহিলা উন্নয়ন সমিতি বিরামপুর।
উক্ত প্রশিক্ষণে ফ্যাশন ব্লক বাটিক প্রিন্টের ২টি গ্রেডে ৩০ জন মহিলা প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২১/০১/২০২০ হইতে ২৪/০২/২০২০ ইং পর্যন্ত টানা ১মাস প্রশিক্ষণ শেষে,৪ঠা (নভেম্বর)২০২০ইং তারিখ সমাপনী অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ ও শেলাই মেশিন প্রদান করা হয়েছে।

Don`t copy text!