সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের অংশ পৌরসভা কর্তৃপক্ষের নির্মাণাধীন গার্ড ওয়ালটি ভেঙ্গে পেলায়, উপজেলা সকল মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভা করেছে।ওয়ালটি ভাঙ্গায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবীতে বুধবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে প্রতিবাদ সভা ও শহীদ মিনারের পেছনের অংশ ভাঙ্গনস্থানে জড়ো হয়ে এক প্রতিবাদী বিক্ষোভ করেছেন। পরবর্তীতে বিক্ষোভকারী বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনার থেকে দলবদ্ধভাবে ওয়াল ভাঙ্গার বিষয়ে অভিযোগ অবহিত করেছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র নিকট। এসময় বীর মুক্তিযোদ্ধাগন এবিষয়ে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদকে অবহিত করেছেন।
এই সময় বীর মুক্তিযোদ্ধাদের আশ্বস্ত করে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বীর মুক্তিযোদ্ধারা জানান, স্থানীয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রসাশনিক ব্যবস্থা না নিলে আগামীতে এই ঘটনার বিচারের দাবীতে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন।