[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার বাস-বে এলাকায় দুই ডাকাতকে সোমবার (২ নভেম্বর) ভোর ৫ টায় এলাকাবাসির সহায়তা ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগন্জ) পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার’র নির্দেশনায় সার্জেন্ট সাহাদাত মিয়া ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালালে ২ ডাকাত পালিয়ে যায় এবং মোঃ ইকবাল (৩২) পিতা আনু মিয়া, সাং জামালপুর জোরারগন্জ মিরস্বরাই চট্রগ্রাম ও মোঃ ফারুক (৩৫) পিতা মোঃ মোস্তফা সাং নন্দনপুর জোরারগন্জ মিরস্বরাই চট্রগ্রাম ২ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে ১ টি লোহার রড়, ১ টি ছুরি ও ৫ টি মোবাইল জব্দ করা হয়।
এলাকাবাসি জানান, ডাকাত, ছিনতাইকারিদের অত্যাচারে রাত বিরাতে বাড়ি থেকে বের হলে যেন অজানা আতংকে ভুগি। ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগন্জ) পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার সার্জেন্ট সোহেল সরকার’র আন্তরিক সহযোগিতা ও পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ফাঁড়িতে খবর দিলে এলাকাবাসি সহ ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের অভিযান শুরু হয়। এসময় ২ ডাকাত পালিয়ে গেলেও অপর ২ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগন্জ) পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার ডাকাতদের গ্রেফতারের সত্যতা নিচ্ছিত করে বলেন, এ ডাকাতদের অত্যাচারে এলাকাবাসি ছিল অতিষ্ঠ. এরা সাধারণ মানুষদের কাছ থেকে সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে সব কিছু হাতিয়ে নিয়ে নেয়। এতে ২ ডাকাত পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত অপর ২ ডাকাতদের পরবর্তীতে ছাগলনাইয়া থানা হস্তান্তর করা হয়।