সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গৌরবের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে এক বিশাল মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলা অডিটোরিয়াম এ উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই’র (মেম্বার) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদ সভাপতি মাস্টার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাসদ’র সাধারণ সম্পাদক কামাল মজুমদার সাজু, জেলা জাসদ’র সাবেক সভাপতি কাজী আবদুল বারি, সহ-সভাপতি নুরুল আমিন, উপজেলা জাসদ’র সহ-সভাপতি সিরাজদৌল্লাহ পাটোয়ারি, মোহাম্মদ আলী চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ছলিমউল্যাহ্ ভুঁইয়া।
৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ থেকে ঘুষ-দূর্ণীতি বন্ধ না হলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। সেটি অনুভব করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্ণীতি বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এ অভিযান অব্যাহত থাকলে অনিয়ম দূর হবে। পাশাপাশি দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে বলে মন্তব্য প্রকাশ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। এছাড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে এক হয়ে জঙ্গীবাদ-সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করারও আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিল উপজেলা সকল ইউনিয়ন ও পৌরসভা জাসদ’র সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভা শেষে এক বিশাল মশাল মিছিল নিয়ে ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।