ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২০ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ “মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া থানা উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছাগলনাইয়া থানা প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও ছাগলনাইয়া থানা সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং সদস্য সচিব বদৌরুজ্জা তারেক এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, পাঠানগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী, রাধানগর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক মাবু, ঘোপাল তদন্ত অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফেনী জেলা সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেখ কামাল, সাংবাদিক আউয়াল চৌধুরী, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক এনায়েত উল্যাহ্ সোহেল ও উপজেলা ছাত্রলীগ’র সভাপতি জিয়াউল হক দিদার।

কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চোরাকারবারি, ধর্ষনের বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান আমন্ত্রিত অতিথি বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিল উপজেলার সর্বস্ততরের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগন।

Don`t copy text!