তাইজুল ইসলাম উজ্জ্বল, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে আটক ১১জেলেকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ।
অভিযানে ২লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও র্যাব-১১ এর অধিনায়ক মোস্তাফিজুর রহমান।
মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের পদ্মা নদীর অংশে অভিযান পরিচালনা করে ১১জেলেকে আটক করা হয়েছে।এসময় ২৫কেজি মা ইলিশ ও ২লক্ষ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।পরে আইন অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০জেলেকে ৫হাজার টাকা ও ১জেলেকে ৩হাজার টাকা করে সর্বমোট ৫৩হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে ও ২৫ কেজি মা ইলিশ মাছ উপজেলার দক্ষিণ বালাশুর মোহাম্মদিয়া কওমীয়া ইসলামিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
তাইজুল ইসলাম উজ্জ্বল
শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে
মোবাইল : ০১৭১৩৮২৮০৫০