শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাতের আধারে পূঁজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ২৪ অক্টোবর শনিবার রাতে শেরপুর সদর, নালিতাবাড়ি ও নকলা উপজেলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় পুজা মন্ডপ পরিচালনা কমিটির লোকদের সাথে নিরাপত্তা বিষয়ে খোজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। পূঁজা মন্ডপ পরিদর্শনকালে এ সময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সাথে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহাম্মেদ বাদল,ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশীষ ভট্রাচার্য্যসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা – কর্মি। উল্লেখ্য,এ বছর শেরপুর জেলা সদরসহ ৫টি উপজেলায় ১৪২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূন্যভাবে পুজা উদযাপনের লক্ষে প্রতিটি মন্ডপে সরকারি সহযোগিতার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পুলিশী কড়া নিরাপত্তা ব্যবস্হা।