মিঠু মুরাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের তরুণ সাংবাদিক তৌহিদ আলম (১৮) প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি গতকাল শুক্রবার পাটগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন।
তৌহিদ আলম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার পাটগ্রাম উপজেলা ভ্রাম্যমান প্রতিনিধি এবং স্বপ্নের বাংলাদেশ অনলাইন পত্রিকার সহ বার্তা সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি পাটগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ, পাটগ্রাম সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এবং পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সক্রিয়কর্মী।
তৌহিদ আলম বলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ি বর্মতল এলাকায় একটি ব্রীজ নির্মাণের রিপোর্টের ভিত্তিতে তৎকালীন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মশিউর রহমান আমার নিউজ দেখে বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত রহমানকে আমার প্রকাশিত নিউজ এর ভিত্তিতে সেই সম্ভাব্য স্থানে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন,সেই অনুযায়ী গতকাল শুক্রবার বুড়িমারী ইউনিয়ন কর্তৃক কিছু লোক সেখানে গিয়ে ব্রীজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। ব্রীজটি সেই সম্ভাব্য স্থানে হওয়ায় সেখানকার বসবাসকারী মোছাঃ আবিয়া বেগম, মোঃ লেবু, মোঃ আবু, মোঃ আইনুল হক, মোছাঃ শাহিদা বেগমের সমস্যা হবে এই ভেবে তারা আমাকে উদ্দেশ্য করিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মারপিট করার জন্য হুমকি প্রদান করে, ছোরা,লাঠি দিয়ে আমাকে মারপিট করে জানে শেষ করতে চায়।উক্ত স্থানে একটি রিপোর্টের কারণে ব্রীজটি বাস্তবায়ন হওয়ায় তারা আমার চলাফেরায় হুমকি প্রদান করিতেছে।আমাকে পথে-ঘাটে সুযোগ মতো একা পাইলে প্রাণে শেষ করবে কিংবা তাহারা আমার পিতা-মাতাকে মারপিট করবে প্রভৃতি হুমকি দেখাইতেছে।
বিবাদী গনের দ্বারা ভবিষ্যতে আবারও আমাকে মারপিট হুমকি-ধামকি প্রদান করা সহ বিবাদী গন দাঙ্গা-হাঙ্গামা বাজাইয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর আশু সম্ভাবনা রয়েছে।
সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পাটগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ, পাটগ্রাম সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি এবং পাটগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তারা দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় তৌহিদ আলম নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।