সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নের পুরাতন সমিতি বাজার নামক স্থানে এক স্কুল শিক্ষক মোস্তফা কামাল ছিনতাইকারী’র হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে ১৯ শে অক্টোবর ২০২০। ঐ নিউজটি দৈনিক বাংলার অধিকার নিউজ পোর্টালে প্রকাশিত হওয়ার পর থেকে ফাজিলপুর পুলিশ ফাঁড়ি (মুহুরিগন্জ) ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার আসামীদের ধরতে তৎপরতা শুরু করেন। এরই ধারাবাহিতা আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৫ টা নিজকুন্জরা হাই স্কুল এর সামনে থেকে মোটর সাইকেল (যার নং- এফআরসি চট্রমেট্রো ল ১২৬৭২১) ধাওয়া করে পুরাতন মুহুরিগন্জ ফাঁড়ির সামনে দুইজন আসামীকে আটক করতে সক্ষম হয়। সার্জেন্ট সোহেল সরকার’র নির্দেশে এসআই আবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ এর আগে থেকে উৎপেতে থাকে নিজকুন্জরা স্কুলের সামনে। স্কুলের সামনে থেকে ধাওয়া করলে মিরস্বরাই (চট্রগ্রাম) পৌরসভার আবুল হোসেন এর ছেলে ঈসমাইল হোসেন নামে এক ছিনতাইকারী পালিয়ে যায় এবং মোঃ হৃদয় (২১) পিতা মোঃ জাহেদ মাতা বেবি বেগম সাং- মধ্যম মগাধিয়া থানা মিরস্বরাই (পৌরসভা) জেলা চট্রগ্রাম ও ইমরান হোসেন (২৬) পিতা মৃত ওমর ফারুক মাতা সাহেনা আক্তার সাং মধ্যম মগাধিয়া মিরস্বরাই পৌরসভা জেলা চট্রগ্রাম এই দুইজন আসামীকে আটক করা হয়। সার্জেন্ট সোহেল সরকার’র সাথে কথা বলে জানা যায় এদের দুইজনের নামে পুর্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আলোকে দুটি করে মামলা রয়েছে। আসামীদের পরবর্তীতে ছাগলনাইয়া থানা হস্তান্তর করা হয়।