ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় আবারও অবৈধ বিড়ি বিক্রির দ্বায়ে ব্যবসায়ীর কারাদন্ড!-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২২, ২০২০ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আল-আমিন নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে নকল ব্যান্ডরোল যুক্ত ৮৮,০০০ হাজার অবৈধ দয়াল বিড়ি সহ আইয়্যুব আলী (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মাকড়াইল বাজার থেকে আইয়্যুব আলীকে আটক করা হয়। আটককৃত আইয়্যুব আলী উপজেলার পাথরিয়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র।

বৃহস্পতিবার দুপুরে মাকরাইল বাজার এলাকা থেকে প্রথমে এক বস্তা অবৈধ বিড়িসহ আইয়্যুব আলীকে আটকের পর পাশের দোকানে রাখা আরও ১ বস্তা বিড়ি সহ মোট ৩ হাজার ৫২০ প্যাকেট (৮৮,০০০ হাজার) অবৈধ দয়াল বিড়ি আটক করা হয়।



পরে নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় আইয়্যুব আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা।

উল্লেখ্য, এর আগেও ১২ মার্চ উপজেলার ঠাকুরবাড়ী কান্দা গ্রাম থেকে ইসমাইল মিয়া (১৮) নামীয় ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে ৬ বস্তা অবৈধ দয়াল বিড়ি জব্দ করে ৫০ হাজার টাকা অর্থদন্ড সহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

Don`t copy text!