বিকাশ চন্দ্র ভম্নন, সন্দ্বীপ প্রতিনিধি ঃ
চট্টগ্রাম আওয়ামিলীগের নৌকার উন্নয়নের জোয়ারে পানিতে প্লাবিত হয়ে ভরাডুবি হলো ধানের শীষের।
সকাল ৯টা হতে ভোট কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহন শুরু হয়, প্রতিটি প্রার্থী তার নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন,জনগনের ভোটাধিকা প্রয়োগের ক্ষেত্রে প্রশাসন কঠোর ভুমিকা পালন করেন।নির্বাচন সুস্থ হয়, দুই একটি মানুষ দুই এক কেন্দ্রে একের অধিক ভোট প্রয়োগের চেষ্টা করেন, তবে আইনসৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে, সুন্দর ভাবে লাইনে দারিয়ে মানুষ তাদের ন্যার্য ভোট প্রয়োগ করেন, আওয়ামিলীগ প্রার্থী মোঃ জসিম উদ্দিন
বিশাল ব্যবধানে পরাজিত করেন বি এন পি প্রার্থী মোঃ আসিফ আকতারকে। ৯টি কেন্দ্রে একটা ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আওয়ামিলীগ প্রার্থী জসিমউদ্দিন নৌকা প্রতিকে ৯টি কেন্দ্রে মোট ভোট পায় ৭৫৫৭ টি, তার নিকটত্বম প্রতি দন্ধি মোঃ আসিফ আকতার পেয়েছে ধানের শীষ প্রতীকে ২৩৯ভোট এবং উভয় দলের ৬৬ ভোট বাতিল বলে গন্য হয়।সর্বোচ্চ ভোট পান নৌকা প্রতিকে ৯৬নং পূর্ব কাছিয়াপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতিকে ১২৫০,আর ধানের শীষ প্রতীক ০৭ভোট।