ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মেহের দক্ষিণ ইউনিয়ন উপ-নির্বাচনে নৌকার বিজয়- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২১, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহিম খলিল পন্ডিতঃ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রুহুল আমিন বিজয় অর্জন করেছেন৷ ২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত ফলাফলে মোঃ রুহুল আমিন নৌকা প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হন৷

মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে সকাল ৯টা হতে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত ৷ সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে নারী ও পুরুষ ভোটাররা দল বেঁধে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন৷ নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ৫ হাজার ২৭ টি৷ বাতিলকৃত ভোটের সংখ্যা ৫৬ টি৷ প্রদত্ত ভোটের শতকরা হার ৬৭.৫৫ ভাগ৷



মেহের দক্ষিণ ইউনিয়ন এর সকল ওয়ার্ডের সকল ভোটারদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ২ হাজার ৪ শত ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম,আনারস প্রতীক পেয়েছেন ১ হাজার ৫ শত ৮৯ ভোট৷ বিএনপি সমর্থিত প্রার্থী,ধানের শীষ প্রততীক পেয়েছেন ৯ শত ৮২ ভোট৷

ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্সের সদস্য, আনসার সদস্যরা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন৷
নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলে ভালো।

Don`t copy text!