ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে দুর্গা মন্ডপ পরিদর্শনে থানা প্রশাসন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২১, ২০২০ ৪:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

তপন মজুমদার,ফরিদগঞ্জ( চাঁদপুর) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসব নিরাপদে,স্বাস্থ্য বিধি মেনে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যতায় সম্পন্ন করার লক্ষ্যে মোঃ শহিদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা,ফরিদগঞ্জ থানা ২০ অক্টোবর মঙ্গলবার,ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।পরিদর্শন কালীন সময় সাথে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তপন মজুমদার,শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক ও অধ্যক্ষ হরিপদ দাস।

পরিদর্শন সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,যেহেতু এ বছর দুর্গা মন্ডপে সার্বক্ষনিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য থাকছেনা,সেজন্য প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছা সেবক বাহিনী মোতায়েন করতে হবে।অধিকতর নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে।মন্ডপ কমিটির কর্মকর্তা গন ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একমত পোষন করেন এবং পরিদর্শন সময়ে বেশীর ভাগ মন্দিরে সার্কিট ক্যামেরা পাওয়া যায় এবং বাকি মন্দির গুলি পূজার পূর্বেই ক্যমেরা স্থাপন করবে বলে নিশ্চয়তা দেয় এবং পরিদর্শনের জ্ন্য পরিদর্শন টিমকে ধন্যবাদ জানান এবং বলেন আপনাদের এই সফর আমাদের অনেক সাহস ও শক্তি যোগেয়িছে,পূজার মধ্যে মোবাইল টিমের পাশা পাশি আপনাদের উপস্থিতি আমাদের মনোবল অনেক গুন বৃদ্ধি করবে। এ বছর ফরিদগঞ্জে ২০ টি মন্ডপে দুর্গা পূজা অনষ্ঠিত হবে। কর্মকর্তা গন পরিদর্শন করেন (১)শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন জিউর আখড়া,চান্দ্রা বাজার(২) দক্ষিন রুপসা সার্বজনিন দুর্গোৎসব,দক্ষিন রুপসা(৩) গুপ্টি সার্বজনীন দুর্গোৎসব,গুপ্টি সেন বাড়ি(৪) বৈচাতরি সার্বজনীন দুর্গোৎসব,বৈচাতরী(৫) বাসারা সার্বজনীন দুর্গোৎসব,বাসারা(৬) শ্রী কালিয়া বৈচাতরী সার্বজনীন দুর্গোৎসব হরিসভা,বৈচাতরী(৭) শ্রী শ্রী সর্ব মঙ্গলা সংঘ,রুপসা বাজার(৮) খাড়খাদিয়া সার্বজনীন দুর্গোৎসব,খাড়খাদিয়া,চান্দ্রা(৯) গুপ্টি শ্রী শ্রী ভগবতী সার্বজনীন দুর্গোৎসব,গুপ্টি(১০) শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন সার্বজনীন দুর্গোৎসব,পশ্চিম গুপ্টি(১১) দক্ষিন ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির,দক্ষিন ধানুয়া(১২) শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন জিউর আখড়া,ফরিদগঞ্জ থানা রোড,ফরিদগঞ্জ পৌরসভা(১৩) দাস পাড়া যুব সংঘ সার্বজনীন দুর্গোৎসব,কালির বাজার রোড,ফরিদগঞ্জ পৌরসভা।বাকি মন্দির গুলিতে ও যেন সার্কিট ক্যমেরা স্থাপন নিশ্চিত করা হয়,সে ব্যাপারে মন্ডপ কমিটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদ হোসেনকে অবহিত করার জন্য বাবু হিতেশ শর্মাকে দায়িত্ব দেওয়া হয়।#

Don`t copy text!