ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ৬১ জন মাদকদ্রব্য উদ্ধার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২০, ২০২০ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সরকার,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১২ জন, রাজপাড়া থানা-১৪ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০৫ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ বাবু (৩০)কে ১০ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ আলমগীর হোসেন (৩৩)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ আব্দুর রশিদ (৬২)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ নাইস (২০)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ হাদিউল ইসলাম @ হিটলার (৩২)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ বাবু (৩০)কে ০২ বোতল ফেন্সিডিল সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ রুবেল (২৮)কে ৫.৫০ হেরোইন সহ আটক করে, (২) মোঃ উজ্জল (৩৫)কে ১৩ গ্রাম হেরোইন ও ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ মাসুদ রানা (৩৮)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ রহিম (২০)কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মো সোহাগ (২৪)কে ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ টুটুল (৩০)কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ নাসিম (৪৮)কে ১.২ গ্রাম হেরোইন সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ তফিজুল ইসলাম (৪০)কে ১০০ লিটার দেশীয় চোলাইমদ সহ আটক করে, (২) মোঃ শামীম শেখ (১৮), (৩) মোছাঃ নাসরিন বেগম(২৪)দ্বয়কে ১৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ শফিকুল ইসলাম @ শেট(৫০)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ জোবাইদুল হোসেন @ জন (২২), (৩) মোঃ শাহিন আলী (২৮)দ্বয়কে ২৭ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Don`t copy text!