ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

জানুন কেকেআর তারকা সুনীল নারিন ও তার হট অ্যান্ড সেক্সি স্ত্রীর কাহিনি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৯, ২০২০ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরশাহিতে ব্যস্ত রয়েছেন কেকেআরের স্টার স্পিনার সুনীল নারিন। কেকেআর দললের অন্যতম ভরসা তিনি। কিন্তু এবছর নিজের সেরা ফর্মে নেই নারিন। তবে ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও আমাদের কৌতুহল কম নয়। বিশেষ করে তারকা ক্রিকেটারদের। দুরন্ত প্লেয়ার হওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনে স্বামী হিসেবেও খুবই রোমান্টিক সুনীল নারিন। তার বউ নন্দিতা কুমারও যথেষ্ট সুন্দরী। চলুন যানা যাক নারিন ও তার স্ত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য।
সুনীল নারিন ১৯৮৮ সালের ২৬ মে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর একটি রোমান ক্যাথলিক পরিবারে জন্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভালবাসা ছিল। মাত্র ৭ বছর বয়সে তিনি ক্রিকেট খেলা শুরু করেন।

সুনীল নারিন ১৯৮৮ সালের ২৬ মে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর একটি রোমান ক্যাথলিক পরিবারে জন্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভালবাসা ছিল। মাত্র ৭ বছর বয়সে তিনি ক্রিকেট খেলা শুরু করেন।

দেশের হয়ে জাতীয় স্তরে এবং বিভিন্ন ক্রিকেট ফ্রাঞ্জাইজি লিগে খেলে যথেষ্ট নাম করেন সুনীল নারিন। ২০১৩ সালে তিনি বিয়ে করেন নন্দিতা কুমারকে।
দেশের হয়ে জাতীয় স্তরে এবং বিভিন্ন ক্রিকেট ফ্রাঞ্জাইজি লিগে খেলে যথেষ্ট নাম করেন সুনীল নারিন। ২০১৩ সালে তিনি বিয়ে করেন নন্দিতা কুমারকে।

সুনীল নারিনের স্ত্রী নন্দিতা তার থেকে ২ বছরের বড়। নন্দিতা কুমার ১৯৮৬ সালের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন নেল আর্টিস্ট।

সুনীল নারিনের স্ত্রী নন্দিতা তার থেকে ২ বছরের বড়। নন্দিতা কুমার ১৯৮৬ সালের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন নেল আর্টিস্ট।

নন্দিতা একজন ভারতীয়, তবে ত্রিনিদাদীয় বংশোদ্ভূত। তিনি হিন্দু ধর্ম অনুসরণ করেন এবং দেবী দুর্গার খুব বড় ভক্ত। তিনি ভারতীয় রীতি-নীতিও খুব পছন্দ করেন।

নন্দিতা একজন ভারতীয়, তবে ত্রিনিদাদীয় বংশোদ্ভূত। তিনি হিন্দু ধর্ম অনুসরণ করেন এবং দেবী দুর্গার খুব বড় ভক্ত। তিনি ভারতীয় রীতি-নীতিও খুব পছন্দ করেন।

সুনীল নারিন ও নন্দিতা বিয়ে করেন ভারতীয় রীতি অনুসারে। তাদের বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় পছন্দ করেছিলেন সকলেই।

সুনীল নারিন ও নন্দিতা বিয়ে করেন ভারতীয় রীতি অনুসারে। তাদের বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় পছন্দ করেছিলেন সকলেই।

সুনীল নারিন ও নন্দিতা কুমারের মধ্যে সম্পর্কের রসায়ন খুব ভাল। দুজন খুব রোামান্টিক ক্যাপল হিসেবেও বিবেচিত হন সব জায়গাতেই।

সুনীল নারিন ও নন্দিতা কুমারের মধ্যে সম্পর্কের রসায়ন খুব ভাল। দুজন খুব রোামান্টিক ক্যাপল হিসেবেও বিবেচিত হন সব জায়গাতেই।

প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নিজেদে জন্মদিনও খুব ধুমধামের সঙ্গে পালন করেন দুজনে। একে-অপরকে সাপ্রাইজ গিফটও দিয়ে থাকেন।

প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নিজেদে জন্মদিনও খুব ধুমধামের সঙ্গে পালন করেন দুজনে। একে-অপরকে সাপ্রাইজ গিফটও দিয়ে থাকেন।

কেকেআরে দীর্ঘদিন ধরে খেলার সুবাদে তিনি নাইটদের পরিবারের অংশ হয়ে উঠেছেন। কেকেআরের মালিক বলিউড অভিনেতা কিং খানের সঙ্গে নন্দিতার দেখা করিয়ে দিয়েছিলেন নারিন।

কেকেআরে দীর্ঘদিন ধরে খেলার সুবাদে তিনি নাইটদের পরিবারের অংশ হয়ে উঠেছেন। কেকেআরের মালিক বলিউড অভিনেতা কিং খানের সঙ্গে নন্দিতার দেখা করিয়ে দিয়েছিলেন নারিন।

সুনীল নারিনের স্ত্রী নন্দিতা দেখতে যথেষ্ট সুন্দরী, হট অ্যান্ড সেক্সি। তার ছবি খুব পছন্দও করেন সকলেই। প্রশংসাও করেন সকলে।
সুনীল নারিনের স্ত্রী নন্দিতা দেখতে যথেষ্ট সুন্দরী, হট অ্যান্ড সেক্সি। তার ছবি খুব পছন্দও করেন সকলেই। প্রশংসাও করেন সকলে।

সুনীল নারিন নন্দিতা খুব রোমান্টিকও। দুজনের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই পছন্দ করেছেন নারিনের অনুগামীরা।

সুনীল নারিন নন্দিতা খুব রোমান্টিকও। দুজনের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই পছন্দ করেছেন নারিনের অনুগামীরা।

খেলার বাইরে সময় পেলেই পরিবারকে যতটা পারেন সময় দেন কেকেআর তারকা। বিয়ের এত বছর পরও তাদের মধ্যে সম্পর্কের নিবিড়তা এতটুকু কমেনি।

খেলার বাইরে সময় পেলেই পরিবারকে যতটা পারেন সময় দেন কেকেআর তারকা। বিয়ের এত বছর পরও তাদের মধ্যে সম্পর্কের নিবিড়তা এতটুকু কমেনি।


নারিন ও তার স্ত্রী ঘুরতে গিয়েও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছবি তুলেছেন। যা সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছিল।
নারিন ও তার স্ত্রী ঘুরতে গিয়েও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছবি তুলেছেন। যা সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছিল।

সুনীল নারিন ও নন্দিতী কুমারের জুটিকে খুবই পছন্দ করেন সকলেই। কেকেআরের হয়ে স্বামীর সাফল্যও কামনা করেছেন নন্দিতা কুমার।
সুনীল নারিন ও নন্দিতী কুমারের জুটিকে খুবই পছন্দ করেন সকলেই। কেকেআরের হয়ে স্বামীর সাফল্যও কামনা করেছেন নন্দিতা কুমার।

Don`t copy text!