ছাগলনাইয়া জমাদ্দার বাজারে অধিক মূল্য আলু বিক্রি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২ টায় ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোময়ারা ইসলাম’র নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে সরকার ঘোষিত নির্ধারিত মূল্যর চেয়ে অধিক মূল্য আলু বিক্রির অপরাধে ৪ দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাছ বাজারে ইলিশ মাছ কেউ বিক্রি অথবা সংরক্ষণ করছে কিনা তা মনিটরিং করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা সময় সহযোগীতায় ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ।