মো: মিজানুর রহমান ( ডোফুরা ), দিনাজপুর :
” নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে ” – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর কোতয়ালী ৩নং বিট পুলিশিং এর আয়োজনে এবং দিনাজপুর পৌরসভার ২, ৩ ও ১০ নং ওয়ার্ডের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ।
১৭ সেপ্টেম্বর, ২০২০ শনিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের ইকবাল হাইস্কুলে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. জিয়াউর রহমান নওশাদ এর সভাপতিত্বে এবং শহরের ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়া দুঃস্থ নারী উন্নয়ন সংস্থা’র সভানেত্রী শামীমা রহমান ইভা’র প্রানবন্ত সঞ্চালনায় নারী ও শিশু নির্যাতন এর উপর বিশদ আলোচনা করেন দিনাজপুর কোতয়ালী ৩নং বিট অফিসার এসআই মোঃ বদিউজ্জামান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড কাউন্সিলার মো. জিয়াউর রহমান নওশাদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তফা কামাল (মুক্তিবাবু), ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিদ্দারাতুল ইসলাম বাবু, বিএফইউজে এর সাবেক নির্বাহী সদস্য মোঃ আরিফুল আলম পল্লব, বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাধীন, একেএম মেহেরুল্লাহ বাদল, পশ্চিম বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখশানা চৌধুরী ও মুন্সিপাড়া পুলিশ ফাঁড়ী’র এটিএসআই মোঃ হাজিরুল ইসলাম প্রমূখ
এছাড়াও মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।