এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলা প্রশাসক তিনি অদ্য ১৭ই (অক্টোবর) বিরামপুর উপজেলার উত্তর বঙ্গের অন্যতম পর্যটন ধানঝুড়ি এলাকা পরিদর্শন করেন। এ সময়ে জেলা প্রশাসক ওয়ার্ল্ড ভিশন এনজিওকে জরিপ ফরম প্রদানের মাধ্যমে এ জরিপ কাজের উদ্বোধন করেন।উল্লেখ্য ধানজুড়ি গ্রাম থেকে শুরু করে শালবনের ভিতর দিয়ে প্রায় ২.৫ কিলোমিটার রাস্তার পাশে দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ১০০০ গাছ লাগানোর প্রস্তাব উত্থাপন হয়েছে ও শালবনের ভিতর দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা মেরামত কাজ সম্পন্ন হবে।বিলে শাপলা,পদ্মফুলের আলাদা জায়গা, শালবনে পাখির অভয়াশ্রম তৈরী হবে। পুরো চার্চ ও তৎসংলগ্ন কুষ্ঠ হাসপাতাল,ধানজুড়ি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন জেলা প্রশাসক।