মোঃতারিফুল আলম তমাল
শেরপুর জেলা প্রতিনিধি
নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার সকালে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তিনি নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে বলেন, যেকোন সমস্যা কিংবা বিপদে বিট পুলিশিংকে অবহিত করুন।
বিট পুলিশিং সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পৌর সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, নারী নেত্রী নীরু শামছুন্নাহার নীরা, আইরিন পারভীন, ছাত্রলীগ নেতা রাজীব মালিক, শিক্ষক শাম্মী আক্তার, শিক্ষার্থী তিথি নন্দী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক পৌর কাউন্সিলর কাজী মতিউর রহমান মতি।সমাবেশে উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভুইয়া, মানবাধিকার নেতা জয়নাল আবেদীন হাজারীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতে এ