ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

জামশেদ হত্যার খুনিদের ছাড় দেয়া হবেনা শুভপুরে বিট পুলিশিং কার্যক্রম মতবিনিময় সভায়- ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২০ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নের শুভপুর নতুন বাজার রাস্তায় মাথায় ৭ নং বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় ছাগলনাইয়া থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শুভপুর ইউনিয়ন পুলিশ কমিউনিটি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম’র সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, দক্ষিন বল্লভপুর স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক আনোয়ার হোসেন পাটোয়ারি, ১ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নুরুল হায়দার হুদা, ইউপি সদস্য আবু বক্কর চৌধুরী বাচ্চু, আবুল কালাম মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়। দরকার জনগনের আন্তরিকতা ও সহযোগিতা। যে কোন অপরাধের তথ্য নির্ভয়ে পুলিশকে জানান। আপনাদের জন্য ছাগলনাইয়া থানার টেলিফোন দিন রাত খোলা আছে। তিনি নিহত জামশেদ আলম এর রুহের মাগফেরাত কামনা করে বলেন, যারা অসহায় সিএনজি অটোরিকশা চালক জামশেদ আলমকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের সকলকে আইনের কাছে সোর্পোদ করা হবে এবংকি হত্যাকান্ডের সাথে জড়িতরা যদি ২০ হাত মাটির গর্তে লুকিয়ে থাকে সেখান থেকেও ধরা হবে বলে অঙ্গিকার করেছে ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ। ওসি মেজবাহ্ উদ্দিন আরো বলেন, জামশেদ আলম এর খুনিদের ইতিমধ্যে নাম সহকারে ছবি সীমান্তবর্তী সকল ইমিগ্রেশনে পাঠানো হয়েছে যাতে খুনিরা পালিয়ে যেতে না পারে। তিনি আরো জানান, ৯ নং শুভপুর ইউনিয়নে কোন ধরনের নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, কিশোর অপরাধ হলে সে যেই দল মতবাদের হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।



ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন’র সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু।

এসময় আরো উপস্থিত ছিল, ফেনী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন, পুলিশিং কার্যক্রমের ৭ নং বিট ইনচার্জ এসআই মোঃ শেখাব উদ্দিন সেলিম, সহকারি ইনচার্জ এসআই মাঈন উদ্দিন, এএসআই জমির উদ্দিন, ইউপি সদস্য নিজাম উদ্দিন, মোঃ পলাশ, ছালেহা বেগম, মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান সজিব, ছাত্রলীগ কর্মী ইমু, ফাহাদ, মহসিন, শামিম, আরিফ, ইমন, ইউনিয়ন আ’লীগের নের্তৃবৃন্দ, গ্রাম পুলিশসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ ছাগলনাইয়া উপজেলায় ১টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে মোট ৮টি বিট পুলিশিং কার্য্যলয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Don`t copy text!