স্টাফ রিপোর্টারঃ ফেনী সদর উপজেলা ১১ নং মোটবী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ এর ৪ বছর পূর্ণ করেছে। চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, সবসময় মোটবী ইউনিয়ন জনগনের সেবক হয়ে থাকতে চাই। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ৪ বছর পূর্ণতা উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে দৈনিক বাংলার অধিকারকে এক সাক্ষাতকারে এই কথা বলেন। এই ৪ বছর মেয়াদকালে জনগনের আশা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন এমন প্রশ্নে হারুন অর রশীদ বলেন, বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, সারা দেশের মতো মোটুবী ইউনিয়নেও ফেনী ২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী’র নির্দেশনা উন্নয়নমুখী কাজ চলছে অবিরত। মোটুবী ইউনিয়নে বিগত কোন চেয়ারম্যান যাহা করে নাই তার চেয়ে বেশী কাজ করা হয়েছে। মোটুবী ইউনিয়নের ৮০% উন্নয়নকাজ হয়ে গেছে, বাকী ২০% কাজ ইনশাআল্লাহ্ বাকী সময়ের মধ্যে হয়ে যাবে বলে আশা করেন।
তিনি আরো বলেন, অত্র ইউনিয়নের প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালিন ভাতা, বিধবা ভাতা ৯৯℅ শেষ। সরকারি বিভিন্ন ভাতার কাজ অন্য চেয়ারম্যানদের থেকে তুলনামূলক বেশী হয়েছে আমাদের ইউনিয়নে। মসজিদ, মন্দির, কবরস্থান সহ ছোটবড় সব রাস্তা হয়ে গেছে। স্কুল, কলেজ মাদ্রাসা সহ সব প্রতিষ্ঠানের উন্নয়নকাজ হয়েছে। দুই তিনটি প্রতিষ্ঠানের কাজ চলছে, এরমধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এর ৪ তলা ভবন’র কাজ চলছে। দৈনিক বাংলার অধিকারকে আরো জানান, আমার মেয়াদে মোটুবী ইউনিয়ন পরিষদে এসে কেউ সেবা না পেয়ে যায়নি। আগামী ইউপি নির্বাচন প্রসঙ্গে হারুন অর রশীদ বলেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও মোটুবী ইউনিয়বাসি যদি চায় তাহলে ইনশাআল্লাহ্ আগামী নির্বাচন করবো। আর যদি দল থেকে মনোনীত না হই, দল যাকে মনোনীত করবে আমি তাকে সাহায্য করে মাঠে কাজ করে যাব ইনশাআল্লাহ্।