ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জেশারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিদুধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৬, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ ৫ শত হিদু ধর্মালম্বীদর মাঝ বস্ত্র (শাড়ী ও লুঙ্গি) বিতরণ করা হয়ছ। শুক্রবার বলা ১১ টায় জলার সিরাজদিখানর তালতলা বাজার লক্ষ্মীকালী মদির বস্ত্র বিতরণর আয়াজন কর ফ্রন্ডস এসাসিয়শন অব মালখানগর।
সংগঠনর সভাপতি আশরাফুজ্জামান সাহলর সভাপতিত্ব অনুষ্ঠান উপ¯িত থক প্রধান অতিথি হিসব বস্ত্র বিতরণ করন উপজলা পরিষদ চয়ারম্যান মহিউদ্দিন আহমদ। সংগঠনর সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহারর সঞ্চালনায় আরা অতিথিদর মধ্য উপ¯িত ছিলন জলা আওয়ামীলীগর শ্রম বিষয়ক সম্পাদক লখক সামছুল হক, জলা হিদু-বদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদর সভাপতি এ্যাড. অজয় চক্রবর্তি, সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, প্রসক্লাব সাবক সভাপতি নজরুল বাবুল, সিরাজদিখান প্রসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান মধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, বিশিষ্ট ব্যাবসায়ী রতন পালসহ আরা অনকে।

Don`t copy text!