সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া পৌর শাখার উদ্যোগে রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় এক প্রতিবাদি বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন’র সভাপতিত্বে বিক্ষোভ মশাল মিছিল নিয়ে ছাগলনাইয়া পৌর শহরে প্রদক্ষিন শেষে দলীয় কার্যলয়ে শেষ হয়। এই সময় ধর্ষনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পৌর শহর। ধর্ষন ও নারি শিশু নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মশাল মিছিল এ সামিল হয়ে একত্বতা প্রকাশ করেন ছাত্র, শিক্ষক সহ উপস্থিত জনতা।
এসময় বিক্ষোভ মশাল মিছিলে উপস্থিত ছিল পৌর জাসদ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মজুমদার বিপুল, যুগ্ন সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন মজুমদার, কোষাধ্যক্ষ এম. জয়নাল আবেদীন মিয়াজী, জনসংযোগ সম্পাদক আজম খান পাটোয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ্ আল মিনার, আইন বিষয়ক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ দুলাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ সামির সহ পৌর জাসদের অন্যন্য নেতাকর্মি উপস্থিত ছিল।